-->

প্রাক্তন সদস্য পুনর্মিলনী ২০২৫


প্রাক্তন সদস্য পুনর্মিলনী ২০২৫ এর রেজিস্ট্রেশন।

৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন সদস্য পুনর্মিলনী ২০২৫। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস


দাওয়াত পত্র।

প্রিয় দ্বীনি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে পরিবার-পরিজনসহ ভালো থেকে ব্যস্তময় জীবন অতিবাহিত করছেন। আপনাদের সোনালী সময়ে গড়ে উঠা আন্দোলনের আমরা গর্বিত বর্তমান। জীবনের সবচেয়ে মূল্যবান ও সুন্দর সময়গুলো কোরবানি করে আপনারা যে কাফেলার সমৃদ্ধি ও অগ্রগতি চেয়েছেন সে কাফেলা আজও নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্মুখে এগিয়ে চলছে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রতিষ্ঠালগ্ন থেকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। প্রচলিত ছাত্র রাজনীতির দেউলিয়াত্তের প্রেক্ষাপটে ইসলামী ছাত্র মজলিস জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের মাধ্যমে একদল খোদাভীরু, দ্বীনদার, নেতৃত্বগুণ সম্পন্ন, যোগ্য মানুষ তৈরির প্রত্যয় নিয়ে ক্যাম্পাসগুলোতে বিচরণ করে চলেছে। আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি। সে লক্ষ্য বাস্তবায়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি।
দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ঐতিহ্য, চেতনা ও বিচিত্র অভিজ্ঞতা বুকে ধারণ করে আমরা কর্মচাঞ্চল্যে মুখর। আবেগের সীমানা পেরিয়ে আজ পরিণত। দীর্ঘ ৩৪ বছরে আপনাদের মত শত শত দ্বীনের সৈনিক এ কাফেলা থেকে বিদায় নিয়ে গেছেন। প্রতিদিন অসংখ্য ভাই নতুন নতুন স্বপ্ন নিয়ে এ কাফেলায় যোগদান করছেন। আর আমরা দাঁড়িয়ে আছি নবীন-প্রবীণদের মাঝামাঝি। নবীন-প্রবীণের সাক্ষাৎ ও অভিজ্ঞতা বিনিময় তাই আজ সময়ের দাবি।


আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি সকল প্রাক্তন সদস্যদের নিয়ে "প্রাক্তন সদস্য পুনর্মিলনী" আয়োজন করা হয়েছে। দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সকল প্রাক্তন সদস্য ভাইদের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত পুনর্মিলনী হতে যাচ্ছে। রাজধানীর এক মিলনায়তনে সকাল ৯টায় প্রাক্তন সদস্য পুনর্মিলনীতে অংশগ্রহণ করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন।


আপনাদের উপস্থিতি ও সার্বিক বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ আমাদের পথ চলাকে আরো শাণিত করবে ইনশাআল্লাহ।


*রেজিস্ট্রেশন ফি প্রাক্তন সদস্য ১০০০টাকা এবং বর্তমান সদস্য ৬০০টাকা


*রেজিস্ট্রেশনকারীদের জন্য যা থাকছে

১. ডেলিগেট কার্ড
২. নির্ধারিত আসন
৩. টি-শার্ট ১ টি
৪. স্মারক ১ টি
৫. নোটবুক ১টি
৬. কলম ১ টি
৭. ডেস্ক ক্যালেন্ডার ১ টি
৮. মগ ১ টি

রেজিস্ট্রেশন করার জন্য Click Here

রেজিস্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি


১। আপনার রেজিস্ট্রেশনের সময় প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বরটি দেখে নিন।


২। 01743248248 (বিকাশ/রকেট/নগদ) পার্সনাল/
A/C No:014012200041184 || First Security Islami Bank || A/C Name :Md. Ismail Khunddkar || branch name, Azampur Branch, Dhaka
নম্বরটিতে আপনার রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ সেন্ড করুন। রেফারেন্স নম্বর এর ঘরে ১ নং ধাপে উল্লেখিত আপনার রেজিস্ট্রেশন নম্বরটি অবশ্যই দিবেন। এই রেফারেন্স নম্বরের মাধ্যমেই চিহ্নিত হবে আপনার ফি পরিশোধ করা হয়েছে কিনা।


৩। সেন্ড মানি সম্পূর্ণ হলে আপনি যে সিম হতে টাকা পাঠিয়েছেন সেই সিমে বিকাশ হতে TrxID পাবেন যা দেখতে 6K88QSY3RU এরকম কিছু হবে। বিকাশ হতে প্রাপ্ত আপনার TrxID ও যে সিম হতে টাকা সেন্ড করেছেন তা নিচের ফরমে দিন এবং সাবমিট করুন।


৪। আপনার প্রদানকৃত তথ্য কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাইড হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে এসএমএস যাবে। এরপর আপনি আপনার কুপন ডাউনলোড করতে পারবেন। আপনার প্রদানকৃত তথ্য ভেরিফাইড হতে ২৪ঘন্টা সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনি এসএমএস না পেলে উপরে উল্লেখিত বিকাশ নম্বরে যোগাযোগ করবেন।


আপনার রেজিস্ট্রেশন নম্বর:

যে নম্বর হতে টাকা পাঠিয়েছেন:

কত টাকা পাঠিয়েছেন:

TrxID:

কুপন পাওয়ার উপায়

১। কুপন পাওয়ার জন্য “রেজিস্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি “ অনুসারে আপনার রেজিস্ট্রেশন ফি প্রদান করুন। ২। রেজিস্ট্রেশন ফি প্রদান করা হলে তা কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাইড হলে আপনার মোবাইলে কুপন ডাউনলোড করার জন্য একটি এসএমএস পাবেন। ৩। আপনি এসএমএস পেয়ে থাকলে নিচে আপনার তথ্য দিয়ে কুপন ডাউনলোড করুন।


রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর

অথবা আপনার রেজিস্ট্রেশন নম্বর নিচে দিন এবং ডাউনলোডে ক্লিক করুন

রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর দিন

অথবা আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন